আরতুগ্রুলে জাগছে মুসলিম আবেগ

  • ২০ ডিসেম্বর ২০২০ ১০:৩৮

তুর্কী সিরিজ আরতুগ্রুলে দেখানো হয়েছে ইসলামের উাদারতা। ন্যায্যতা। এমনকি অমুসলিমদের প্রতি ইসলামী বিধিবিধান অনুযায়ী ন্যায় আচরণ। আরতুগ্রুল শিখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। কিভাবে বেঁচে থাকতে হয়। আরতুগ্রুলের ‘কায়ি’ গোষ্ঠির কোনো ঘর ছিলো না। নিজেদের কোনো ভূমি ছিলো না। বলতে গেলে ছিলো না কিছুই


বলিউডের ভণ্ড তারকারা

  • ১৪ জুন ২০২০ ১৯:১৫

বলা হচ্ছে, এসব তারকা হচ্ছে আদতে কাপুরুষ। কেননা, নিজ দেশের সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের ওপর চলা খুন-নিপীড়নের বিরুদ্ধে টু শব্দটি করতে এরা ভয়ে কাঁপে, অথচ সুদূর আমেরিকায় এক কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হয় মুখর


ধনকুবেররা করোনা এড়াচ্ছেন যেভাবে

  • ৩১ মে ২০২০ ১৭:২৬

ইয়ট ভাড়ায় জড়িত বার্জেস ইয়টসের সিইও জনাথন বেকেট বলেন, তিনি একটি পরিবারের পক্ষে সাত সপ্তাহের জন্য এবং আরেকটির পক্ষে চার সপ্তাহের জন্য ইয়ট ভাড়া করে দিয়েছেন। এসব পরিবার সাগরে থেকে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে চায়। সেখানে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কিভাবে ইয়ট চালানো হয়, তার কারিগরি দিক সম্পর্কেও তারা হাতেকলমে শিক্ষা নেবেন


সৌদি টিভিতে ইহুদিদের জয়গান

  • ৩১ মে ২০২০ ১৬:৪৯

মাটির প্রাচীর ঘেরা পারস্য উপসাগরের একটি গ্রামে এক খ্রিস্টান নারী তার মুসলিম বণিক প্রেমিকের জন্য চোখের জল ফেলছেন। ওই বণিক আরেক নারীকে বিয়ে করতে বাধ্য হন। সেই নারী আবার প্রেমে পড়েছিলেন আরেক মুসলিমের। কিন্তু তাকে বিয়ে করতে পারেননি। কারণ তার প্রেমিক স্থানীয় এক ইহুদি যাজকের মেয়ের প্রেমে মাতোয়ারা