
শুরু হয়ে গেছে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি স্নায়ুযুদ্ধ
ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তবে যেভাবে, যখনই শেষ হোক না কেন, এই যুদ্ধের প্রতিক্রিয়া হবে দীর্ঘমেয়াদি। ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের যে দ্বন্দ্ব তা সহজে মিটবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়ে বহু মেরুর বিশ্ব ব্যবস্থা চালু করার রাশিয়া ও চীনের চেষ্টার রেশ ধরেই একটি স্নায়ু যুদ্ধের সুচনা হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ তাতে বড় ভুমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, এই স্নায়ু যুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দুই বৃহৎ শক্তিধর দেশ একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল স্নায়ু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেরকম ইঙ্গিতই দিয়েছেন। কিন্তু এই যুদ্ধের রুপ কেমন হবে আর এর পরিনতি বা কেমন হবে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন।