
কাতারে বিশ্বকাপ নিয়ে মর্মজ্বালায় ইউরোপ
বিগত কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে ইসলাম, মুসলিম ও অভিবাসন বিরোধী মনোভাব চরম আকার ধারণ করেছে। তারা এই মহাদেশের বাইরের লোকজনকে ভিন্ন চোখে দেখে থাকে। উগ্র জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থি রাজনৈতিক দলগুলোর উত্থানের পর থেকে ইউরোপে ইসলাম, মুসলিম ও অভিবাসন বিরোধী মনোভাব হয়ে উঠেছে আরো তীব্র। ইউরোপের সমাজের কিছু অংশের মানুষের কাছে এই মনোভাব গ্রহনযোগ্যতাও পাচ্ছে। এর কারণ হচ্ছে তারা নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এজন্যই তারা অন্য সমাজের ও সম্প্রদায়ের জনগণকে তৃতীয় শ্রেনীর মানুষ হিসেবে দেখে। ‘সুপিরিয়রিটি কমপ্লেক্সে’ ভোগাই এর মূল কারণ। এ ধরনের মনোভাব থেকে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে ঘৃনামুলক প্রচারনা চালাচ্ছে ইউরোপের বিভিন্ন সংবাদপত্র। বিশ্লেষকরা এটাকে ইউরোপের নৈতিক দেউলিয়াত্ব ও মূল্যবোধের অবক্ষয়ের বহিপ্রকাশ বলে মনে করছেন। ইউরোপের এই শ্রেষ্টত্ববাদের ধারনার বিপজ্জনক দিক নিয়ে থাকছে মোতালেব জামালীর প্রতিবেদন।