কেন দূর্ঘটনায় পড়ছে বোয়িং

  • ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৮

বায়িং নামটি অনেকটা জড়িয়ে আছে বিমানে উড়ার সাথে। কোনো দেশে যখন নতুন বিমান কেনার কথা উঠে তখন অবধারিতভাবে বোয়িংয়ের নামটি সবার আগে চলে আসে। আর যুক্তরাষ্ট্রের মানুষের সামরিক ও বেসামরিক জীবনের সাথে জড়িয়ে আছে বোয়িংয়ের নাম। অনেকের হয়তো অজানা যে বোয়িং শুধু যাত্রীবাহী বা পরিবহন বিমান বানায় না। এই সংস্থাটি অত্যন্ত ব্যয়বহুল সব যুদ্ধ বিমান বানিয়ে থাকে। এমনকি মাহকাশ যান ও সমুদ্র যান নির্মানের সাথে জড়িত বোয়িং।