দশ দেশ আর দুই সাগর পাড়ি দিয়ে চীনের ট্রেন যখন ইউরোপে

  • ১৩ নভেম্বর ২০১৯ ০১:০৩

এক অঞ্চল, এক পথ বা ওয়ান বেল্ট ওয়ান রোড চীন সরকারের একটি উন্নয়ন কৌশল । মুলত আন্ত:রাষ্ট্র ও আন্তমহাদেশীয় অবকাঠামো প্রকল্প। এর আরেক নাম পুরানো সিল্করোড বা রেশম পথের পুুরুজ্জীবন। চীনের মূল সিল্ক রোডের অস্তিত্ব ছিল প্রায় দুই হাজার বছর আগে। এটি ছিল বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পথ। এর মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার বিনিময় হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ২০১৩ সালে সিল্ক রোড পুনরুজ্জীবনের এই ধারনা উপস্থাপন করেন।