৪০ মার্কিন রণতরী করোনায় আক্রান্ত

  • ১২ মে ২০২০ ০৫:১২

প্রাথমিকভাবে মার্কিন নেভির পরিকল্পনা ছিল করোনা ধরা পড়লেও রনতরী সমুদ্রেই রাখা হবে এবং আক্রান্তদের জাহাজে রেখেই চিকিৎসা ও করোনা প্রতিরোধের ব্যবস্থা করা হবে। ২৪ মার্চ মার্কিন নেভির ভারপ্রাপ্ত সেক্রেটারি থমাস মোডলি এ বিষয়ে সাংবাদিকদের বলেন, এটি আমাদের একটি অভিজ্ঞতা এবং দক্ষতা যে, কোডিভ-১৯ ধরা পড়ার পরও আমরা রণতরী সাগরে মোতায়েন রাখব