সাদা রাতের শহর মস্কো

  • ২৩ নভেম্বর ২০১৯ ০৬:৪৮

মস্কোর প্রকৃতি এবং ইতিহাস দু’টোই অনন্য। এই শহরটা গড়ে উঠেছিলো ১১৪৭ সালে। এই সময়ের মধ্যে এর ওপর দিয়ে বয়ে গেছে বহু ঝড়। মস্কোভা নদীর স্রোতের সঙ্গে ভেসে গেছে মানুষের রক্তও। একটা সময় পার হয়েছে ইউরোপিয় রাজাদের যুদ্ধের মধ্য দিয়ে। তারপর মোঙ্গলদের আক্রমণ। জারদের বিরুদ্ধে অগুণতি বিদ্রোহ। পরে সোভিয়েত ইউনিয়নের সময়টাও লেখা আছে রক্ত দিয়ে।মস্কোর ওপর দিয়ে বয়ে যাওয়া ওইসব ঝড়ের সবটাই রাখা আছে যত্ন করে।