বুদ্ধিমান অস্ত্র বানানোর  চীন-মার্কিন প্রতিযোগিতা

  • ০২ ডিসেম্বর ২০১৯ ১২:৪৫

পেন্টাগন জানাচ্ছে, তারা যুদ্ধযান মেরামত থেকে শুরু করে সাইবার অস্ত্র ও ড্রোনের মতো জঙ্গি সরঞ্জামেও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনে কাজ করে যাচ্ছে। কারণ, যে দেশই প্রথম এ কাজটি পুরোপুরি সম্পন্ন করতে পারবে, আগামী বহু বছর কেউ আর তাদের যুদ্ধে হারাতে পারবে না। আর ঠিক এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এ কাজে 'প্রথম' হতে মরিয়া হয়ে উঠেছে।