তুরস্ক -লিবিয়া প্রতিরক্ষা সহযোগিতা এবং ভুমধ্যসাগরে উত্তেজনা

  • ৩১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৯

ত্রিপলি সরকারের সাথে তুরস্কের যে সামরিক ও নিরাপত্তা চুক্তিটি হয়েছে তাতে করে জঙ্গি নেতা হাফতারের বিজয় প্রায়-অসম্ভব হয়ে উঠেছে, যদিও তার পেছনে আছে মিশর, আরব আমীরাত, ফ্রান্স এবং আরো কয়েকটি দেশ। জঙ্গি নেতার প্রতি তাদের এ সমর্থনকে তুরস্ক বিবেচনা করছে ''ত্রিপলি সরকারের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করা'' হিসাবে। এ অবস্থায় ত্রিপলিভিত্তিক জি এনএ সরকারকে সমর্থন দেয়াকেই ন্যায়সঙ্গত মনে করছে তুরস্ক।