আন্দালুসিয়া : পান্নায় খচিত মুক্তার হারিয়ে যাওয়া দিন

  • ১৮ নভেম্বর ২০১৯ ০৮:৪৬

গোটা আন্দালুসিয়ার সৌন্দর্য বর্ণনাতীত। প্রাচীন শহর কর্ডোভায় বয়ে গেছে দারো নদী। এর পাশেই আছে এক ‘পান্নায় খচিত মুক্তা’। চারদিকে পাহাড়ি সবুজ, মাঝখানে বিলাসি প্রাসাদ। সাবিক পাহাড়েরর এই প্রাসাদের নাম ‘আল হামরা’, মুসলিম সংস্কৃতির নির্দশন। এখানে আছে মুসলিম স্থাপত্যের জমকালো কাজ। খোলা আঙিনা, ঝর্ণা। আল হামরায় চোখ রাখলে দেখা যায় পুরো গ্রানাডা শহর, আল বাইজিনের তৃণভূমি।